বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেশিদিন নেই আর নির্বাচন, তাই আমাদের এখন থেকেই তৈরি হতে হবে। সবচেয়ে বড় কথা আমাদের কর্মীদের সবাইকে যে যার মত দায়িত্ব নিতে হবে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন সারা বছর ধরে, এবং আমাদের কর্মীরা রোদ ঝড় বৃষ্টির মধ্য আমাদের পাশে থাকেন।

 

তাই আমাদের যদি নিজেদের শক্তিশালী করতে হয় সবার আগে কর্মীদের একত্র করতে হবে। বিধানসভা নির্বাচন আসতে আর বেশিদিন নেই , এখন থেকে যদি আমরা তৈরি না হই তবে কিছুতেই নির্বাচনে ভালো ফলাফল করা সম্ভব নয়। জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। শিলিগুড়িতে যতগুলি ওয়ার্ড আছে আলাদা আলাদা করে সবার সাথে আমরা বসবো, সবার সমস্যা শুনে আমরা আগামীর দিকে এগোবো বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। প্রতিটি ওয়ার্ড থেকে মানুষকে আহ্বান করতে হবে, বিধানসভা নির্বাচনের আগে দলকে যতোটা পারা যায় মজবুত করে সামনে নিয়ে আসতে হবে। বিজেপি এবং সিপিএম যতই কুৎসা করুক মমতা বন্দ্যোপাধ্যায় নামক প্রাচীর কে ছুতে পারবে না বলে জানালেন জেলা সভাপতি। তবে সবার আগে আমাদের লক্ষ্য হতে হবে, নিজেদের তৈরি করে বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, তবেই আমরা সফল হতে পারব বলে জানালেন তিনি। এই দিনে সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পুরুষ এবং মহিলা সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *