বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকে শিলিগুড়িতে মেয়র মেয়র পারিষকদের নিয়ে হ্যাঁ গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। বৈঠকে সব থেকে বেশি আলোচনা হলো জল নিয়ে। দুদিন ধরে জল থাকবেনা কিভাবে চালানো হবে শিলিগুড়ি 47 টি ওয়ার্ড এবং কিভাবে বাসিন দ্বারা জল পাবেন, সেটা নিয়ে বিশাল আলোচনা করা হলো।
মেয়রের দিন জানালেন জন্মে হয়তো আর সমস্যায় পড়তে হবে না শিলিগুড়ি মানুষকে, জলের একটা সমাধান হবে। জল ছাড়াও এদিন আলোচ্য বিষয় ছিল পার্কিং নিয়ে, শিলিগুড়িতে পার্কিং নিয়েও জলের মতো সমস্যায় মানুষ ভুগছেন দিনের পর দিন ধরে। যত্রতত্র যানবাহন রাখা ছাড়া মানুষের যেমন উপায় নেই, এমনি বহিরাগত অনেকেই নিয়ম না মেনে যেখানে সেখানে তাদের দুই চাকার গাড়ি রেখে যাচ্ছে। বাদ যাচ্ছে না চার চাকার গাড়িও, হলে সমস্যা পড়ছেন শিলিগুড়ি স্থানীয় মানুষ। মেয়র এ দিন জানালেন আমাদের লক্ষ্য শিলিগুড়িতে একটি স্মার্ট সিটিতে পরিণত করা। আমাদের তাই লক্ষ্য আছে। মানুষকে সাহায্য করে মানুষের পাশে রাখা। এই শহরে বহু সমস্যা আছে, যার সমাধান কারা কোনভাবেই একভাবে সম্ভব না। পুরসভা সব সময় চেষ্টা করে চলেছে মানুষের সাথে এবং মানুষের পাশে দাঁড়ানোর। মেয়রের দিন জানান শিলিগুড়ি পুরসভা ৪৭ জন কাউন্সিলর কে নিয়ে চলছে। শিলিগুড়ি একদিন আধুনিক শহর হবেই, তখন আমি মেয়র থাকি বা না থাকি। এদিন শুধুমাত্র এমএমআইসিদের দিয়ে বৈঠক ছিল, তাই মেয়র জানালেন আগামী বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা শহরবাসীর জন্য কার্যকরী হবে।