বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডে পর থেকে পুলিশের বিরুদ্ধে লাগাতার অভিযোগ আসা শুরু করেছে। এমন কি সে কারণেই কলকাতা CPকে সরিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ বেড়েই চলেছে।
এমন কি তাঁর দলের একাধিক নেতা, মন্ত্রী পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছেন। কেউ কেউ আবার অভিষেককে পুলিশমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন। সেই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে মমতার মুখে।
বৃহস্পতিবার নবান্নে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করার পরে সাংবাদিকদের বলেন, তিনি নিজে কারোর থেকে এক পয়সাও নেয় নি। নির্বাচনের সময় আঁচল পেতে ভিক্ষা করেছে। তিনি কাউকে টাকা খেতে দেবেন না। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, রাজনৈতিক নেতারা ৫ টাকা নিলে বাড়িয়ে বলা হয় ৫০০ টাকা। কিন্তু তাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। কিন্তু নিচু তলার কিছু সরকারি আধিকারিক ও পুলিশ নিয়মিত মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। তাদের কোনো দেয় নেই। তিনি বলেন, তিনি কাউকে ছাড়বেন না।
তিনি তীব্র হুঙ্কার দিয়ে বলেন, দালালরা সব শেষ করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, তাঁর কাছে খবর আছে বেশ কিছু শপিং মালের নকল টাকা ঢুকছে। পুলিশকে কড়া নজর দিতে হবে এইসব শপিং মালের দিকে। তিনি রাজীব কুমারকে বলেন – কালো বাজার,দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। যে দলেরই হোক না কেন কাউকে ছাড়া হবে না।