বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য জুনিয়র ডাক্তারেরা আন্দোলেন করছেন। চেষ্টা করছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে।
আর ঠিক তখনই কলকাতা সংলগ্ন রাজারহাটের চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্রর ছবি সামনে চলে আসে। রক্ষণাবেক্ষণের অভাবে একটি গোটা স্বাস্থ্য কেন্দ্র যেন পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। রাজারহাট ব্লকের চাঁদপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর স্বাস্থ্য কেন্দ্র। প্রায় ৮ বিঘা জায়গা জুড়ে রয়েছে এই হাসপাতালটি। সেখানে রয়েছেন একজন চিকিৎসক। তিনি আবার এক সপ্তাহে মাত্র দু’দিন অথবা তিনদিন হাসপাতালে আসেন। হাসপাতলের গুদাম ঘরে রয়েছে প্যাকিং করা অবস্থায় একাধিক বেড। রয়েছে চিকিৎসা পরিষেবার একাধিক যন্ত্রাংশ। কিন্তু সরকারের কোনো নজর নেই এই স্বাস্থ্যকেন্দ্রের দিকে। অসহায় দরিদ্র মানুষ দূর দূরান্ত থেকে এসে ফিরে যায়।
স্থানীয়দের দাবি এতকিছুর পরও কোনো ব্যবহার নেওয়া হয় না। রয়েছে হাসপাতালের কর্মচারীদের থাকার একাধিক বিল্ডিং। তবে তা রক্ষণাবেক্ষণের অভাবে পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। দিনের বেলা হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ায় গরু,ছাগল। রাত হলেই দুষ্কৃতীদের আখড়া। সব মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার অবস্থা আবার সামনে চলে আসলো।