বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাস্তুশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে ‘বাস্তুদোষ’ শব্দটি খুবই প্রচলিত। বাস্তুদোষ যেমন ধ্বংস করে দিতে পারে কোনো বাড়িকে তেমনই সেই বাস্তুদোষ কাটিয়ে উঠতে পারলে চির শান্তি বিরাজ করবে আপনার ঘরে। তাই বাস্তু পন্ডিতদের পরামর্শ মেনে বাড়ির শান্তি ফিরিয়ে আনুন। জ্যোতিষীরা বলছেন –
১) বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করলে বাড়িতে ঝগড়া, অশান্তির সৃষ্টি হয়। তাই প্রথমে আপনাকে জলে সামান্য নুন দিয়ে ঘর মুছতে হবে। এতে ধীরে ধীরে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যাবে। এতে আপনার পারিবারিক সমস্যা থাকলে তাও মিটে যাবে। এতে ঝগড়া, অশান্তি থেকে বের হতে পারবেন আপনি।
২) রোজ সকালে জলের সঙ্গে হলুদ মিশিয়ে বাড়ির মূল দরজার সামনে ছড়িয়ে দিন। সেই সঙ্গে স্বস্তিক চিহ্ন আঁকুন। সকাল ও সন্ধ্যায় প্রধান দরজার সামনে প্রদীপ জ্বালাবেন। এতে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। এমন কি বাস্তুত্রুটি থাকলে তাও চলে যাবে।
৩) বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করানো খুব দরকার। তাই বাড়ি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। সব সময় বাড়িতে আলো দিয়ে সাজিয়ে রাখুন। কখনও ঘর নোংরা রাখবেন না। এতে কিন্তু আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে।
৪) বাস্তুত্রুটি দূর করতে ঘরে একদমই আবর্জনা, নোংরা কোনও জিনিস একদমই রাখবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। তাই ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আর তা বাড়ির মূল দরজার সামনে ডাস্টবিন একদমই রাখবেন না। এতে আপনার ওপর মঙ্গল ও শনির অশুভ দৃষ্টি পড়বে। কোনও কাজে আপনি লাভ করতে পারবেন না।
সব শেষে বলা দরকার, বাস্তু ও জ্যোতিষ শাস্ত্রের উপর বিশ্বাস রাখলে ও এই পরামর্শ মেনে চললে অবশ্যই আপনার পারিবারিক শান্তি আসবে। কিন্তু বিশ্বাস না রেখে এই কাজ করলেও আপনার মনে হবে পারিবারিক শান্তি আপনি পাচ্ছেন না। কথায় বলে -‘বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর।’