বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বুধবার রাত থেকেই হঠাৎ তাপমাত্রা কিছুটা বেড়ে হয়। যে উত্তুরে বাতাস আসা শুরু করেছিল তা হঠাৎ বন্ধ হয়েছে।বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্প ঢোকায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস যা জানাচ্ছে, আপাতত ১৮-১৯ ডিগ্রির আশপাশে থাকবে কলকাতার পারদ। শুধু রাতে-সকালেই মিলবে ঠান্ডার আমেজ। মধ্য ডিসেম্বরের আগে শীত নয়, বলছেন আবহবিদরা
এ দিকে মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত রয়েছে তার। তবে ঘূর্ণিঝড় হয় কি না, নজর রাখছে মৌসম ভবন। তবে বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা নেই। পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা সামান্য বেড়েছে। এদিকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া, হাওড়াতে উষ্ণতা একই রকম থাকবে। তবে দিন তিনেক পরে আবার তাপমাত্রার পতন শুরু হবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বাতাসে কিছুটা জলীয় বাষ্প ঢোকায় আবার ঘাম দেওয়া শুরু করেছে।
অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে ২৫ তারিখ থেকে উত্তরে তাপমাত্রার পতন শুরু হবে বলেই জানা যাচ্ছে।