বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্য জগতে আমেরিকা ও চিনের একাধিপত্বের দিন এবার শেষ হতে চলেছে। ভারত আপ্রাণ চেষ্টা করে চলেছে সেই বিশ্ব বাণিজ্যর জগতে নিজের জায়গা করে নিতে।

 

এই মুহূর্তে ভারতের প্রধামন্ত্রী ব্রাজিলের টি ২০ বাণিজ্য সম্মেলনে। আর সেখানেই তিনি দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ইতালি, ফ্রান্স ও ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে। লক্ষ্য অত্যন্ত স্পষ্ট, বিশ্ব বাণিজ্যে চিনের সঙ্গে পাল্লা দিয়ে ইউরোপেও পা জমাতে তৈরি ভারত। সেখানেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই বৈঠকে মধ্য এশিয়ার ও ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক করিডোরে বাণিজ্য তো বটেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেরে ফেলা হয়েছে প্রতিরক্ষা, গ্রীন এনার্জি, কানেক্টিভিটি-সহ একাধিক ক্ষেত্রে। ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত বাণিজ্য, প্রতিরক্ষা, মহাকাশ পরিকল্পনা-সহ অন্যান্য ক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে হাতে হাত রেখে চলবে। ফলে অনেকটা এগিয়ে গেছে ভারত। এবার ঠিক মতো বাজার ধরাটা ভারতের লক্ষ্য।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, মেলোনির পাশাপাশি ফ্রান্সের রাষ্ট্রনেতা ও ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর আলোচনা হয় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে। অভিবাসন নীতি, অ্যালকোহল ও মোটরগাড়ি। এই ত্র্যহস্পর্শে ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে আসা ব্রিটেনের সঙ্গে ভারতের ‘মুক্ত বাণিজ্য চুক্তি’-র আলোচনা গত বছর অনেকদূর এগিয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি সাক্ষরে রাজি হয় দুই দেশ। তবে সরকার বদল হয়েছে ব্রিটেনে। নয়া প্রধানমন্ত্রী হয়েছেন স্টার্মার। উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্যে প্রথম সারিতে থাকা দেশের তালিকায় উল্লেখযোগ্য আমেরিকা ও চিন। বাণিজ্য ক্ষেত্রে ড্রাগন দেশের আধিপত্যে অসন্তুষ্ট আমেরিকা। তাদের আগ্রাসন নীতির ভুক্তভোগী ভারতও। এই পরিস্থিতিতে ইউরোপের বাজার অধিকার করতে চিনের সঙ্গে টক্কর দিতে তৈরি মোদিও। এখন দেখার ভারত এই নীতিতে কতটা সফল হয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *