বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত বছর ১০/১২ ধরে মাটি মাফিয়া, কয়লা মাফিয়ে ইত্যাদি শব্দগুলো অভিধানে বেশ স্থান করে নিয়েছে। এবার অভিযোগ দেবের এলাকার ঝুমি নদীর মাটি চুরি নিয়ে।

 

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সিংহপুর এলাকার ঘটনা। কয়েকদিন ধরে ঝুমি নদীর পাড় থেকে জেসিবি মেশিন দিয়ে বালি কেটে চলছে অবাধে পাচার। যদিও, ট্রাক্টর চালকরা সংবাদমাধ্যমকে দেখাতে পারেনি বালি তোলার কোনও বৈধ কাগজপত্র। তবে এই বালি তোলায় শান্তি ধাড়া নামে এক ব্যক্তির নাম উঠে আসে। খবরে প্রকাশ, সাংসদ দীপক অধিকারীর এলাকায় চলেছে আবাধে নদীর মাটি চুরি।

নদীর পাড় কেটে সকালেই অবাধে বালি পাচার করে চলেছে দুষ্কৃতীরা। যদিও, স্থানীয় বাসিন্দাদের দাবি শাসকদলের নেতাদের মদতে চলছে এই বালি পাচার। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় থেকে বালি তোলার ফলে বর্ষার সময় বাঁধ ধসে ঝুমি নদীর গ্ৰাসে চলে যেতে পারে বেশ কয়েকটি বাড়ি। এর পিছনে এলাকার তৃণমূল নেতৃত্বের মদত রয়েছে বলে দাবি করছেন তাঁরা। স্থানীয় অনেকেই এই নিয়ে মুখ খুললেও ক্যামেরার সামনে কিছু বলতে চান নি। তবে নমিতা মণ্ডল নামে এক গ্রামবাসী বলেন, “চার পাঁচদিন ধরে মাটি কাটা হচ্ছে। তৃণমূল পার্টির লোকজন এই মাটি কাটছে। ওরা বলছে স্কুলের কাছে মাঠ হচ্ছে সেখানে ফেলছে। আমরা বারণ করিনি। কারণ আমাদের কথা কি শুনবে ওরা?” ইতিমধ্যে এই নিয়ে থানার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *