বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত অভিজিত গঙ্গোপাধ্যায়ের। এদিন এক সাক্ষাতকারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সোমবারও তিনি হাইকোর্টে যাবেন। আর মঙ্গলবার সকালে তিনি রাষ্ট্রপতি ও দেশের প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলেও জানিয়েছেন।
বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জানিয়েছেন, বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চান। তবে তিনি কি কোনও রাজনৈতিক দলে যোগদান করতে চান, এব্যাপারে বিচারপতি গাঙ্গুলি বলেছেন, উত্তর হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। অর্থাৎ তিনি রাজনৈতিক দলে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন, তা তিনি পরে জানাবেন বলেও জানিয়েছেন। আর যদি কেউ টিকিট দিতে চায়, তাহলে তিনি ভেবে দেখবেন বলেও জানিয়েছেন।
কোন দলে তিনি যোগ দেবেন, এব্যাপারে প্রশ্নের উত্তরে বিচারপতি গাঙ্গুলি বিজেপি, কংগ্রেস ও বামেদের নাম উল্লেখ করেছেন। তবে তিনি তৃণমূলের নাম উল্লেখ করেননি। তবে তিনি নিজের বর্তমান সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃণমূলকে অভিনন্দন জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, তাঁর অধীনে থাকা মামলার রায় শাসকদলের পছন্দ হয়নি। উপরন্তু তারা রাজনীতির ময়দানে নামার চ্যালেঞ্জ জানিয়েছে।
বিচারপতি গাঙ্গুলির অবসর গ্রহণের পাঁচমাস বাকি ছিল। সেই পরিস্থিতিতে বিচারপতি গাঙ্গুলি বলেছেন, গত এক সপ্তাহ ধরে তিনি ছুটিতে ছিলেন। সোমবার আদালতে গিয়ে তিনি নিজের হাতে থাকা মামলাগুলি হস্তান্তর করবেন। মঙ্গলবার তিনি ইস্তফাপত্র পাঠাবেন।
বিচারপতি গাঙ্গুলি বলেছেন, শিক্ষা দফতরের মতো বিভিন্ন দফতরে দুর্নীতি রয়েছে। সেগুলোও সামনে আসা দরকার। তিনি আরও বলেছেন, ইতিহাসে মৌর্য সাম্রাজ্য ছিল, এখন চৌর্য সাম্রাজ্য দেখছেন। তিনি এদিন কিছু না বললেও, সূত্রের খবর অভিজিত গাঙ্গুলি মঙ্গলবার পদত্যাগের পরে বৃহস্পতিবার কেন্দ্রের শাসক দলে যোগ দিতে পারেন এবং পূর্ব মেদিনীপুরের তমলুক আসন থেকে প্রার্থী হতে পারেন।