বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এমন ঘটনা ভারতীয় রেলের কাছে মোটেও শোভনীয় নয়, তবুও ঘটনাটা সত্য। আর তা আবার সাধারণ কোনো ট্রেন নয়, শতাব্দী এক্সপ্রেসের মতো এক সমভ্রান্ত ট্রেন বলে কথা।

 

ঘটনা হলো, নয়াদিল্লি স্টেশন থেকে ‘উধাও’ আস্ত একটি ট্রেনের কামরা! ওই কামরাটি ছিল শতাব্দী এক্সপ্রেসের। দিল্লি থেকে শনিবার সকাল ৭টা ২০ মিনিটে অমৃতসরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ট্রেনটির। কিন্তু তুমুল হইচই, গোলমাল শুরু হয়। কারণ প্লাটফর্মে ট্রেন দেওয়া হলেও আস্ত একটি কামরা খুঁজে পাওয়া যাচ্ছিল না! ফলে যাত্রীরা উঠতেও পারছিলেন না নির্ধারিত আসনে। এক আরাজক পরিস্থিতি তৈরী হয় দিল্লি স্টেশনে।

প্রথমিকভাবে কেউই বিষয়টা বুঝতে পারে নি। প্রশ্ন হল, ট্রেনের আস্ত একটি কামরা কীভাবে উধাও হয়ে গেল? আসলে আস্ত একটা কামরা ট্রেনের সঙ্গে জুড়তে ভুলে গিয়েছিলেন রেলকর্মীরা। এই কারণে প্রায় দুঘণ্টা পর ট্রেন ছাড়ে নয়াদিল্লি স্টেশন থেকে। স্বভাবতই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ঘটনার তদন্তের দাবি তুলেছেন। সমাজমাধ্যমে নয়াদিল্লি স্টেশনের এই গোলমালের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, আরপিএফ জওয়ানদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্টেশনের যাত্রীরা। বার বার করে ভারতীয় রেলের দূরবস্থা সামনে চলে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *