বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কলকাতা কি দিনে দিনে ‘জতুগৃহ’ হয়ে উঠছে? এমন প্রশ্ন নাগরিক মহলের। ৫ মাস পড়ে আবার আগুন লেগেছে অ্যাক্রোপলিস মলে। সূত্রের খবর মলের দ্বিতীয় তলায় লেগেছে আগুন।
এর আগে গত জুন মাসেও আগুন লেগেছিল, ফের আগুন লাগল কীভাবে? বেলা ১১ টা থেকে অফিস শুরু হওয়ার কথা, সেই মতোই মলের বিভিন্ন ক্ষেত্রে কর্মচারীরা প্রবেশ করেন। হঠাৎই মলের ভেতরে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। প্রত্যক্ষদর্শীদের দাবি ফুটকোট থেকে তারা ধোঁয়া দেখতে পায়। সেই মতো সকলকে বাইরে বের করে নিয়ে আসা হয়। মুহূর্তে হৈচৈ পড়ে যায় চারি দিকে। কর্মীরা ও সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন।
তবে প্রাথমিক ধাক্কা সামলে মানুষ বুঝে ওঠে যে আগুন ততটা ভয়ঙ্কর নয়। দমকলে খবর দেওয়া হলেও নিজেরাই আগুন নেভাতে সক্ষম হয়। আগুনের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ফুড কোর্টে রান্নার তেল গরম হয়ে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সেই আগুন প্রাথমিক ভাবে স্টাফেরাই নিভিয়ে দেয়। আগুনের কারণে, সিনেপোলিসের সবরমতী এক্সপ্রেসের শো দেরিতে শুরু হয়েছে। এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক। প্রসঙ্গত, গত জুন মাসে আগুন লাগার পর বেশ কিছুদিন বন্ধ ছিল কলকাতার এই অতি পরিচিত শপিং মল। সেবার শপিং মলের তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুকস্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি ৷ পুজোর আগে খুলবে কী না, তা নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল ৷ তবে পুনরায় মলটি খোলার ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷