বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকালে বিধায়ক শংকর ঘোষ শিলিগুড়িতে বের হলেন সদস্যতা অভিযানএ। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বিজেপির সদস্য এবং সমর্থকেরা। এদের বিধায়ক শংকর ঘোষ জানান আমরা বের হয়েছি, অজস্রতা অভিযান এ। আমাদের দরকার মানুষের সাথে চলা। সদস্য থাকলে তবেই আমাদের উন্নতি সম্ভব।
কারণ মানুষের সাথে এবং মানুষের পাশে থাকতে হবে আমাদের। আমি এইভাবে প্রতিটি ওয়ার্ডেই সদস্য সংগ্রহ অভিযান এ নামবো। প্রতিটি ওয়ার্ড আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ। কারো সামনেই বিধানসভা নির্বাচন, আর আমাদের এই নির্বাচনে জয় লাভ করতে হবে। কারণ আগামী দিনে উন্নত পশ্চিমবঙ্গ যদি গড়ে তুলতে হয় তবে সে একমাত্র বিজেপির দ্বারাই সম্ভব হবে। বাংলার মানুষের স্বার্থে যেটা একান্ত প্রয়োজন। বিজেপির জন্য এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। শংকর ঘোষ ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বললেন, এবং তাদের সুবিধা ও অসুবিধা জানতে চেষ্টা করেন।