বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জাস্টিন ট্রাডো এবার হয়তো বুঝতে পারছেন যে ভারত বিরোধিতা করতে গিয়ে তিনি আসলে তার দেশের নাগরিকদের বিদের মধ্যে ফেলে দিলেন।

 

হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার পর গত বছর ভারতীয় বংশোদ্ভূত হিন্দুদের কানাডা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিল খলিস্তানিরা। এবার খোদ ভূমিপুত্র কানাডাবাসী শ্বেতাঙ্গদের দেশ ছেড়ে ইংল্যান্ড কিংবা ইউরোপে চলে যাওয়ার নিদান দিল খলিস্তানিরা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে খলিস্তানিপন্থী এক ব্যক্তি কানাডিয়ানদের হুমকি দেন। সমস্ত ঘটনাটা চোখের সামনে চলে এসেছে। দেখা যায় তারা একটা বড়ো শোভাযাত্রা বের করেছে। ওই শোভাযাত্রায় খলিস্তানি পতাকা ছিল অনেকের হাতে। উপস্থিত জনতাকে খলিস্তানিপন্থী স্লোগান দিতে শোনা যায়। এক সময় যিনি ভিডিও করছিলেন তিনি চিৎকার করে বলতে থাকেন—“শ্বেতাঙ্গরা বহিরাগত হানাদার। কানাডা আমাদের জায়গা।” এর পর শ্বেতাঙ্গদের উদ্দেশে বলেন—“তোমারা ইংল্যান্ডে এবং ইউরোপে চলে যাও।” এখন ট্রাডোকে বলতে হয় -‘বোঝো ঢ্যালা’!

এটাই হয়তো প্রাপ্য ছিল কানাডার প্রেসিডেন্টের। খোদ কানাডিয়ানদের উদ্দেশে হুঁশিয়ারি দেন, “এটা কানাডা, আমাদের দেশ। তোমরা (কানাডিয়ান) ফিরে যাও।”এক্স হ্যান্ডেলে বিতর্কিত ভিডিওটি পোস্ট করেন ড্যানিয়েল বোর্ডম্যান নামের এক ব্যক্তি। ক্যাপশানে তিনি লেখেন, সুররে-তে এক খলিস্তানিরা শোভাযাত্রা করে। তাঁরা দাবি করে, “আমরাই কানাডার মালিক।” আরও বলে, শ্বেতাঙ্গরা ইউরোপে কিংবা ইজরায়েলে চলে যাক। কানাডার বিদেশ নীতিতে ওদের আমরা নাক গলাতে দেব কেন? এতদিন তারা হিন্দু ও ভারত বিরোধিতা করে এসেছে। এবার ওই দেশের মানুষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *