বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান হলো -‘দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার’। সাধারণভাবে এই সম্মান দেশের ভিতরেই দেওয়া হয়। ১৯৬৯ সালে একমাত্র বিদেশি অতিথি হিসেবে কুইন এলিজাবেথকে দেওয়া হয়েছিল নাইজেরিয়ার এই সম্মান। তারপরেই বিদেশি হিসাবে পাচ্ছেন নরেন্দ্র মোদী।
এই নিয়ে ১৭ তম আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে মোদীকে (Narendra Modi) দেশের সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছিল ডোমিনিকা (Dominica)। করোনার সময়ে মোদীর অবদান ও ২ দেশের সম্পর্ককে মজবুত করার জন্যে তাঁকে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়। স্বাভাবিক কারণেই ভারতের কাছে এটা খুবই গৌরবের।
আন্তর্জাতিক খবরে প্রকাশ, গুয়েনায় ১৯ থেকে ২১ নভেম্বর CARICOM সম্মেলনের মাঝে মোদীকে সেই সম্মান তুলে দেবে ডোমিনিকার প্রশাসন। রবিবারই নাইজেরিয়ায় পৌঁছন মোদী। উষ্ণ অভর্থ্যনায় তাঁকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। পাঁচ দিনের সফরে এরপর ব্রাজিল এবং গুয়ানায় যাবেন মোদী। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নাইজেরিয়া সফরে গেলেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর (Bola Ahmed Tinubu) আমন্ত্রণে সেদেশে গিয়েছেন মোদী। আবুজায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন নাইজেরিয়ার মন্ত্রী নাইসম এজেনও উইক। মোদীকে ‘শহরের চাবি’ উপহার দেন নাইসম। নাইজেরিয়ার সরকারের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রতি যে আস্থা ও শ্রদ্ধা দেখানো হয়েছে, এই চাবিকাঠি তারই প্রতীক। আবুজা বিমানবন্দরে উপস্থিত ছিলেন মারাঠি সম্প্রদায়ের ভারতীয় বংশোদ্ভূতরাও।