বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বিকেলে শিলিগুড়ি হাকিম পাড়ার তিনটি মোবাইলের দোকানে হানা দেয় দিল্লি থেকে আশা পুলিশ। আজ বিকেলে শিলিগুড়ি তিনটি মোবাইলের দোকানে দিল্লি থেকে আশা পুলিশ হানা দেয়। শিলিগুড়ির রাজা রামমোহন রায়ে রোডে আছে এই তিনটি মোবাইলের দোকান।

 

বিশাল বড় এই তিনটি মোবাইলের দোকানে দিল্লি থেকে আশা পুলিশ, তল্লাশি চালাচ্ছে। কি কারনে তল্লাশি এখনো পর্যন্ত জানা না গেলেও, অ্যাপেল কোম্পানি সরঞ্জাম অবৈধভাবে বিক্রি করছে বলে দাবি করছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমকে কিছু বলবার নির্দেশ কা তাদের কাছে এসে পৌঁছায়নি। তাই তারা কিছু বলতে পারছেন না, অথবা পারবেন না। তবে এই তিনটি দোকানের বিরুদ্ধে অভিযোগ বিপুল পরিমাণে মোবাইলে সরঞ্জাম বিক্রি করতেন তারা। যেগুলি একেবারেই অবৈধ, তাই পুলিশ তল্লাশি করছে। যদিও ওই তিনটি মোবাইলের দোকানের মালিক কে গ্রেফতার করা হবে কিনা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো যায়নি। তবে পুলিশ জানিয়েছে অপেক্ষা করলেই সংবাদ মাধ্যমের কাছে সবটা পৌঁছে দেওয়া হবে। এদিকে ওই দোকানে পুলিশে আনার খবরে, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বিধান মার্কেট চত্বরে। অনেক মোবাইলের দোকানের মালিক আতঙ্কিত হয়ে পড়েন। তবে জানা গেছে বাইরের কিছু কোম্পানির মোবাইলে সরঞ্জাম বিক্রি করছিল ওই তিনটি মোবাইলের দোকান।। তাই এই পুলিশ হানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *