বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  উপচে পড়া ভিড়, এবং মানুষের আগ্রহ রাস মেলা দেখা নিয়ে। গতকালই শুরু হয়েছে রাস। গতকাল থেকেই ভালো থাকতে শুরু করেছেন কোচবিহারে। শুধু দেশ থেকেই নয় বিদেশ থেকেও মানুষ আসেন রাস মেলা দেখতে।

 

 

রাস উৎসব কোচবিহারের ঐতিহ্য, মদনমোহন মন্দিরের নাম জানেন সারা বিশ্বের মানুষ। এদিন আলো ঝলমলে কুচবিহারকে দেখে সত্যি মনে হতে পারে যেন বিদেশে এসেছি। মানুষের পাশে, এবং মানুষের কাছে থাকার এই মিলন মেলা সত্যি দেখতে অপরূপ। মানুষের কাজ যেন সত্যিই মনে ভেসে থাকে। কি অপরূপ সৃষ্টি মানুষের। রাস মেলা দেখতে শুধু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে লোকই আসেন না। সারা ভারতবর্ষ থেকে লোক আসে। এই দিনটি এক অমূল্য দিন সবার কাছেই, এই দিনগুলি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকে প্রতিবছরই, কারণ এই সময় মানুষ হাসির কোচবিহারে। আর আমরা কিছু অর্থের আলো দেখতে পাই জানালেন কোচবিহারের এক খাবার বিক্রেতা। সবার জন্য এই সময় আলোকিত, রাস মেলা আমাদের জীবনে এক পুরস্কার বলে জানালেন কোচবিহার হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি জানালেন এই সময়টা লোক আসে সত্যি সত্যি দেখবার মতন। আমরা চাই রাস মালা আরো বড় হোক, আরো আলোক উজ্জ্বল হয়ে উঠুক মানুষ এসে কোচবিহারে থাকো কোচবিহার করুক কোচবিহারকে দেখো কুচবিহার কে জানুক। এই মিলন মেলার ঐতিহ্য যেন সারা পৃথিবীতে থাকে । এটাই হবে কোচবিহারের মানুষের কাছে সবচেয়ে বড় পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *