বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সুদীপ তরফদারের ” দ্য হর্ন বিল নেস্ট ফার্মহাউস এখন পর্যন্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু পর্যটকদের কাছে। তিন বছর হয়েছে এর বয়স, এখনো পর্যন্ত এই ফারহাউস এ এসেছেন কাতারে কাতারে মানুষ। পর্যটকরা আসছেন , এবং থাকছেন হর্নবিল নেস্ট ফার্ম হাউস ।

 

 

সুদীপ তরফদার জানিয়েছেন এই ধরনের একটা রিসোর্ট বানানোর ইচ্ছা আমার মনে অনেকদিন ধরেই ছিল, আমি এটা করতে পেরেছি ভগবানের আশীর্বাদ দিয়ে, জানালেন তিনি। তিনি আরো জানালেন পর্যটকেরা সহজেই চলে আসছেন , এই ফার্ম হাউস এ । এনজিপি থেকে খুব সহজেই আপনি হাসতে পারবেন এখানে। আপনার লাগবে না অতিরিক্ত কোন ভাড়া। এখানে সেইভাবে ভাড়া নেওয়া হয় না। সবাই যাতে এখানে থাকতে পারেন সেই ব্যাপারটাই আমরা দেখছি। আমাদের কাজ এবং আমাদের লক্ষ্য হলো মানুষকে পরিষেবা দেওয়া। এবং সৎভাবে ভালোভাবে। আপাতত সেদিকেই আমরা নজর রেখে চলেছি । নাম হর্ন বিল নেস্ট ফার্ম হাউস , সন্ধ্যা হলেই আপনারা এখানে পাবেন দুর্দান্ত পরিবেশ। বাইরে বসে থাকলেই আপনার টাকা দিয়ে থাকা সার্থক। সুদীপ তরফদার আরো জানালেন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এখানে অতি সহজে এবং কম টাকায় আপনি পাবেন। আমি অনেক চিন্তা করেই , আমার এই রেস্ট হাউজের নাম রেখেছি ” হর্ন বিল নেস্ট ফার্ম হাউস । অন্যান্য গেস্ট হাউসের থেকে আপনি একেবারেই আলাদা পরিবেশ পাবেন এখানে। আপনার পছন্দমত থাকার ব্যবস্থা হবে, এবং অতি সস্তায় আপনিও পেয়ে যাবেন আপনার পছন্দমতো খাবার। বর্তমানে উত্তরবঙ্গে অনেক অনেক নামকরা রিসোর্ট এসেছে। কিন্তু আমি বলে নয় , আমি দাবি করে বলতে পারি আমার এই ফার্ম হাউজ এর পরিবেশ অন্যান্য রিসোর্টের পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা একেবারেই আলাদা। বহু জায়গা থেকে, বহু মানুষ এখানে এসে থেকে গেছেন এবং এখানকার প্রশংসা করে গেছেন। হর্ন বিল নেস্ট ফার্ম হাউস আমার স্বপ্নের জায়গা। আমার স্বপ্নকে আমি এখানে বাস্তবায়িত করেছি। এখানে থাকলে আপনি বুঝতে পারবেন পরিবেশ কি মনোরম। আপনার সুবিধামতো আপনার ইচ্ছেমতো আপনি সমস্ত কিছুই পাবেন এখানে। আমাদের খাবার সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক, অনেক জায়গায় দেখবেন বাইরে থেকে এসে মানুষ রেস্ট হাউজের খাবার খেয়ে অপেক্ষায় পড়েন, আমাদের ক্ষেত্রে এরকম কোন সম্ভাবনাই নেই। সমস্ত রকম বিজ্ঞানভিত্তিকভাবে রান্না তৈরি করি আমরা, জানালেন সুদীপ তরফদার। তিনি আরো জানালেন এখন আর গরম নেই, তাই অনেককেই আছেন বেড়াতে এসে গরম জিনিস নিয়ে আসেন না, আমরা তাদেরকে তাদের পছন্দমত রাতে গরম জিনিস পৌঁছে দি। গায়ে দেওয়ার জন্য। একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, জানালেন সুদীপ তরফদার, আমার এখানে একদিন আসলে অথবা একবার আসলে, বারে বারে আসতে ইচ্ছা করবে। আর এটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওনা জানালেন সুদীপ তরফদার। তিনি আরো জানালেন আমার এই হর্নবিল নেস্ট ফার্ম হাউস একেবারে সাধারণভাবে সবার জন্য তৈরি হয়েছে। মানুষ একবার এসেই পছন্দ করে ফেলছেন এই ফার্ম হাউসকে । যাবার সময় আবার বলে যান , তারা আবার আসবেন, এটাই আমার পুরস্কার । জানালেন সুদীপ তরফদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *