বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেশ কিছুদিন আগে, শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে উধাও হয়েছিল সদ্যাজাত শিশু। আজ সেই ঘটনার সূত্র ধরে শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ চারজন নার্স, দুজন সাফাই কর্মী এবং দুজন চতুর্থ শ্রেণীর কর্মীকে সাসপেন্ড করলো।
আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন কর্তব্য গাফিলতি এবং দায়িত্ব জ্ঞানহীনতার কারণে এই সাসপেনশন অর্ডার চলে আসলো। আমরা অপরাগ, তবে হাসপাতাল কর্তৃপক্ষের এর সাথে সম্মান জড়িয়ে আছে , এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। যদিও এখনো পর্যন্ত ওই চারজন নার্সের কোন মন্তব্য পাওয়া যায়নি, তবু তারা তাদের আইনজীবীদের সাথে কথা বলে এই বিষয়ে মন্তব্য করবেন বলে জানিয়েছেন। আজ সকালে এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়লে হইচই পড়ে যায় গোটা হাসপাতাল চত্বরে। যাদের সাসপেন্ড করা হয়েছে , তারা এই হাসপাতালের অভিজ্ঞ কর্মচারী। বহুদিন ধরে হাসপাতালে বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত তারা। এদিন সকালে হাসপাতাল সুপার জানিয়েছেন, এই ঘটনা বিভিন্নভাবে প্রভাব ফেলেছে হাসপাতালের সুনামের ক্ষেত্রে। তাই আমরা মনে করছি হাসপাতালের সুনাম রক্ষার্থে এর কারনে এই কাজটা করা আমাদের উচিত। তাই আমরা এ কাজ করতে বাধ্য হলাম।