বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এটাই রাজনীতি! আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এখন একজন প্রাজ্ঞ রাজনীতিকে তাতে কোনো সন্দেহ নেই। আরজি কর হাসপাতালের ঘটনায় বাংলার মাটি তপ্ত হয়ে উঠেছিল।

 

কর্মবিরতি, আমরণ অনশন, রাত দখল, ভোর দখল, দ্রোহের কার্নিভাল দেখেছিলেন বাংলার মানুষ। ওই গোটা পর্বে ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’‌বার এক্স হ্যান্ডেলে মন্তব্য করতে দেখা গিয়েছিল। আর একবার পুলিশ কমিশনারকে ফোন করে অপরাধী –কে গ্রেফতার করার নির্দেশ দেন। এখন কর্মবিরতি থেকে অনশন সবই উঠে গিয়েছে। কিন্তু ওই ঘটনার প্রেক্ষাপটে ‘ডক্টরস সামিট–২০২৪’ হতে চলেছে ডায়মন্ডহারবারের আমতলায়। আগামী ৩০ নভেম্বর শনিবার ‘হেলথ ফর অল’ শীর্ষক কর্মসূচি পালিত হবে সমন্বয় অডিটোরিয়ামে। এই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে।

এই সামিটের প্রধান বক্তা অভিষেক। তবে আশ্চর্যের বিষয় রাজনীতির মূল আঙিনায় আবার ফিরিয়ে আনা হচ্ছে আর জি কর কান্ড নিয়ে বিতর্কিত চিকিৎসক ডাঃ শান্তনু সেন। এই ‘‌ডক্টরস সামিট–২০২৪’‌ কর্মসূচি এখন আলাদা মাত্রা পেয়েছে। কারণ এখানে প্রায় এক হাজার চিকিৎসকের সঙ্গে কথা বলবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ৩০ নভেম্বর আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে এই বৈঠকের আয়োজন করার দায়িত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা শান্তনু সেন। যে শান্তনু সেনকে নানা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দলবিরোধী মন্তব্য করার জন্য। আর অভিষেক তাঁকেই কাছে নিয়ে এলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *