বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তর বারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যিজিৎ বন্দ্যোপাধ্যায় দিন দুয়ের ধরেই নিখোঁজ ছিলেন। বাড়ির লোকেরা সর্বত্র তাঁর খোঁজ করে অবশেষে থানায় নিখোঁজ ডাইরি করেন।
কিন্তু তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তার মোবাইল অফ। এই অবস্থায় হঠাৎ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধাকে কেন্দ্র করে চারিদিকে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবারই কলকাতা পুরনিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়। তার রেশ কাটতে না কাটতেই এবার এক তৃণমূল কাউন্সিলরের দেহ উদ্ধার। দু’দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ। এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায়।
দু’দিন খোঁজের পরে অবশেষে শনিবার সকালে তাঁর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নোয়াপাড়া থানার পুলিশ। কাউন্সিলরের বাড়ির অদূরে তথা একই পাড়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে কারও হাত আছে, তা জানতে তদন্ত করছে পুলিশ। এর পিছনে কোনো গোষ্ঠী কোন্দল বা ব্যক্তিগত কারণ আছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ কিছু বলতে পারছে না।