বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার সত্যি বলা যায় দুয়ারে শীত। সকাল-সন্ধ্যায় বেশ শীতল বাতাস। উত্তুরে বাতাস জানান দিচ্ছে শীত এবার দুয়ারে।

 

এই অবস্থায় শনিবার সকালে আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে হাওয়াও ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে বাংলায়। যার ফলে এক ধাক্কায় অনেক ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে বলেই খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে। গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়ার। আর মাত্র ২৪ ঘন্টা। আজ শনিবার এবং আগামীকাল রবিবারের পরেই বাংলায় শীত কড়া নাড়বে (West Bengal Weather Update)। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতেও ১৪ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণও ধীরে ধীরে অনেকটাই কমে গিয়েছে। শুষ্ক আবহাওয়া আপাতত বজায় থাকবে বলেই পূর্বাভাস। শুধু তাই নয়, সবকিছু ঠিক থাকলে সোমবার থেকেই রাতের তাপমাত্রায় বড় বদল আসতে পারে। এক ধাক্কায় তাপমাত্রায় ২ থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে বলেও পূর্বাভাস। এমনকি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার বড় বদল দেখা মিলতে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে শীতের অনুভূতি আরও প্রবল হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

অন্যদিকে উত্তরের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা কমবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেখানকার জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। নতুন করে সেখানে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ২১ তারিখের পরে দার্জিলিংয়ে সামান্য বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *