বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিজেপি নেতা অর্জুন সিং এখন অনেকটাই কোনঠাসা। তিনি যখন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন তখন বেশ কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগে তদন্ত করছে CID. আর সেই বিষয় নিয়েই তিনি বেশ সমস্যায় পড়েছেন।

 

দিন দুই আগে তিনি দাবি করেছিলেন যে তাকে ও শুভেন্দু আধিকারিকের বিষ দিয়ে হত্যা করা হতে পারে। সেই কথা তিনি আবার সামনে নিয়ে আসলেন। সম্প্রতি সিআইডি তাঁকে একটি পুরনো মামলায় জিজ্ঞাসাবাদ করে। তার আগেই এই আশঙ্কার কথা জানিয়েছিলেন অর্জুন। তিনি দাবি করেছিলেন, রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে সেই বিষ। আর এবার হাসপাতালে ছুটলেন তিনি। গত বৃহস্পতিবার সিআইডি তলব করেছিল অর্জুন সিং-কে। আর তার ঠিক দু দিন পর শনিবার সকালে হাসপাতালে যেতে দেখা গেল বিজেপি নেতাকে। এদিন সকালে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে যান তিনি। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, তাঁর শরীরে কি তিনি কোনো বিষের প্রতিক্রিয়া অনুভব করছেন?

তাঁর আশঙ্কা, সিআইডি জিজ্ঞাসাবাদের সময়ই চেয়ারে ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে ওই বিষ। অর্জুন সিং জানিয়েছেন, রাশিয়ান কেমিক্যাল তাঁর শরীরে সিআইডি প্রয়োগ করেছে কি না, সেটা জানার জন্যই এই মেডিক্যাল টেস্ট করাতে যাচ্ছেন তিনি। যদি কোনও বিষ তাঁর শরীরে প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুধু তাঁকেই নয়, অর্জুন সিং-এর আশঙ্কা শুভেন্দু অধিকারী ও আরও চারজনকে একইভাবে মারার পরিকল্পনা করা হয়েছে। বাকি চারজনের নাম বলতে চাননি তিনি। বিষয়টাকে নিতান্ত রাজনৈতিক গিমিক বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *