বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রেক চলে আসল। আর কিছুদিনের মধ্যেই নিউ জলপাইগুড়ি থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এর সূচনা হবে। রেল দপ্তরের কাছ থেকে খবরে জানা গেছে এই উপলক্ষে সব তৈরী হয়ে গেছে।
সবকিছু যদি ঠিকঠাক চলতে শুরু করে দেয় তবে একেবারেই সময় এর অপেক্ষায় থাকা। বর্তমানে এনজেপী ষ্টেশনকে সাজিয়ে একেবারে ঝা চকচকে তৈরী করা হচ্ছে। সবকিছুর পরিবর্তন করা হচ্ছে। বাদ যাচ্ছে না কোনকিছুই। বর্তমানে যতটা আয়তন আছে তার চাইতে বাড়িয়ে তৈরী হচ্ছে এনজেপী ষ্টেশন। বাড়বে মানুষ,বাড়বে কাজ এবং বাড়বে নতুন নতুন ট্রেন। তাই চুড়ান্ত কাজ চলছে এনজেপী রেলওয়ে দপ্তরের। অফিসারেরা দিনরাত কাজ করছেন যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায়। তার মধ্যে বেশ কয়েকটি নতুন ট্রেন চালু হচ্ছে। তাদের মধ্যে বন্দে ভারত এনজেপী থেকে পাটনা অন্যতম। এখন দেখার অপেক্ষায় কবে থেকে চলবে এই নতুন ট্রেন।