বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলায় কেউ সুরক্ষিত নয়।, তা না হলে এই ঘটনা ঘটে? শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডের মনীষীদের মূর্তি ভাঙ্গা নিয়ে এই প্রশ্ন তুললেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি ৪৭ নম্বর ওয়ার্ডে গিয়ে ভাঙ্গা মনীষীদের মূর্তিগুলো দেখেন, এবং জানান , কতখানি লজ্জার ঘটনা ঘটলে এই জায়গায় সব আসে। আমি নিজেই লজ্জা পেয়ে গেছি।
আজকে এত টাকা খরচ করে এই মূর্তিগুলো বসানো হয়েছে, অথচ কোন সিসিটিভি ক্যামেরা নেই? এটা কিভাবে সম্ভব? ঘটনা ঘটে গেছে, এখন সিসি টিভি ক্যামেরা লাগিয়ে কি লাভ? যারা করেছে, তারা মানুষ কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। যত তাড়াতাড়ি সম্ভব , এই ধরনের জঘন্য অপরাধি দের ধরা হোক। আমি নিজে সাহায্য করবো, যদি প্রয়োজন পড়ে জানালেন বিধায়ক শংকর ঘোষ। তিনি আরো জানাল ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেটা দেখুক পুরো নিগম।