বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গোটা রাজ্যের একাধিক জেলার পাশাপাশি ট্যাব কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মালদা জেলারও। তাই এবার ট্যাব কেলেঙ্কারির তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করল মালদা জেলা পুলিশ ৷
ইতিমধ্যেই ১৮১টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই ব্যাংক অ্যাকাউন্টগুলির কেওয়াইসি তথ্য ধরেই অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত চালাচ্ছে সিট৷
পুলিশ সূত্রের খবর, ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় জেলাজুড়ে পাঁচটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুল ও হরিশ্চন্দ্রপুরের কানুয়া ভবানীপুর হাইস্কুলের অভিযোগের ভিত্তিতে দুটি করে এবং গাজোলের ডিবি কেয়ার হাইস্কুলের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর হয়েছে।’ ট্যাব কেলেঙ্কারির তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) সম্ভব জৈনের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। সেই টিমে সাইবার ক্রাইম থানার অফিসাররাও রয়েছেন বলে খবর।
এদিকে ফ্রিজ হওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলির কেওয়াইসির তথ্য বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষের থেকে চাওয়া হয়েছে। সেই তথ্য পাওয়া গেলেই ট্যাবের টাকা কোথায় কোথায় গিয়েছে, তা জানা সম্ভব হবে বলে খবর পুলিশ সূত্রে। এছাড়াও কোন কোন আইপি অ্যাডরেস থেকে সাইটে অ্যাকসেস করা হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে পূর্ব বর্ধমান থানার পুলিশ বৈষ্ণবনগর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে৷ অভিযুক্তদের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর৷