আজকের আবহাওয়া

 

এবার বেশ হৈমন্তিক শীতলতা বাতাসে পৌঁছেছে। সকালের দিকে ও শেষ রাতে তো উত্তুরে হাওয়া বার্তা দেওয়া শুরু করেছে যে শীত আসছে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আজকের ফোরকাস্ট প্রকাশ করেছে।

এবার শীত নিয়ে আরও বড় আপডেট দিল হাওয়া অফিস। জানানো হল, এক ধাক্কায় রাজ্যের জেলাগুলির তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যাবে। নভেম্বরের প্রথম সপ্তাহেও তেমন ঠাণ্ডা পড়েনি বাংলায়। তবে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে শুরু করেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে আগামী মঙ্গলবার অবধি হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলায় বর্ষণের সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। বাতাসে জলীয় বাষ্প না থাকায় বাতাস বেশ শুষ্ক থাকবে। তবে উত্তরবঙ্গের একটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের কোনও জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। ওই ৫ দিন প্রত্যেকটি জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। স্রেফ রবিবার দার্জিলিংয়ের একটি অথবা দু’টি অংশে দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বর্ষণের সম্ভাবনা রয়েছে। ওই জেলার একটি অথবা দু’টি অংশে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া শুষ্কই থাকবে।

তবে এই পরিবেশই নিয়ে আসবে শীতের বাতাস। একইসঙ্গে শীত নিয়েও আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, আগামী ৫ দিনে রাজ্যের প্রত্যেক জেলার রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি কমবে। এর ফলে রাতের দিকে বেশ ঠাণ্ডা অনুভূত হবে। তাপমাত্রা কমার কথা বললেও, দক্ষিণবঙ্গ (South Bengal Weather) কিংবা উত্তরবঙ্গের কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *