বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাড়ছে টোটোর দৌরাত্ম। তাও নাম্বার ছাড়া। তাই আজ থেকে আবার কঠোর ব্যবস্থা নিতে চলেছে শিলিগুড়ি পুলিশ। আজ সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন মোড়ে পুলিশ দাঁড়িয়ে প্রায় আকাশ চেকিং এর মত করছে।
পুজোর আগে নিষেধাজ্ঞা ছিল নাম্বার হীন টোটোর। কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়ে গেছে নাম্বার হীন টোটো চলাচল। বাধ্য হয়ে পুরসভার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে সরিয়ে দেওয়া হোক নাম্বার হীন টোটো। আজ সকাল থেকেই শিলিগুড়ি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাম্বার হীন টোটকে সরিয়ে দিচ্ছে পুলিশ। জানা গেছে এইবার বলার পরেও যদি কোন কথা না শুনে, তবে চরম ব্যবস্থা নেবে প্রশাসন। বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে টোটো কে। নাম্বার থাকলে ছাড়া হচ্ছে। জানা গেছে রাতেও চলবে এই নজরদারি। চলবে বেশ কিছুদিন। যদি আবার নাম্বারহীন টোটকে রাস্তায় দেখা যায়, তবে চরম ব্যবস্থা নিতে পারে প্রশাসন। অবস্থা যেদিকে দাড়াচ্ছে আবার ধর্মঘট শুরু করতে পারে টোটো অ্যাসোসিয়েশন।