বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকালে শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডে, একদল দুষ্কৃতী এসে ওয়ার্ড এ স্থাপিত ১০ জন মনীষীর মূর্তি ভাঙার চেষ্টা করে, স্থানীয় দুই মহিলা বাসিন্দা এসে ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করেন , সাথে সাথে দৌড়ে ছুটে চলে আসেন এলাকার মানুষ. তখনই পালিয়ে যায় দুষ্পৃতিরা।
মেয়র গৌতম দেব এই দশ জন মনীষীর মূর্তি স্থাপন করেছিলেন। কে কি কারনে কারা এই কাজ করতে এসেছিল , সেটা চিন্তা করে অবাক হয়ে যাচ্ছেন এলাকার মানুষ। এলাকার মানুষের অভিযোগ ওয়ার্ডে বহিরাগতদের আড্ডা বাড়ছে দিনের পর দিন, শুধু এই ওয়ার্ডেই নয় ভোটা শহরে বহিরাগতরা দাপিয়ে বেড়াচ্ছে, স্থানীয় ছেলেরা কাজ করবে না। তবে কি কারণে মূর্তি ভাঙ্গার চেষ্টা করা হয়েছিল সেটা বলতে পারছে না কেউই। পরে এলাকার বাসিন্দারাই পুলিশের খবর দেন, পুলিশ এসে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। এলাকার কাউন্সিলর নিজে পুলিশের কাছে গিয়ে ঘটনাটা তদন্ত দাবি করেছেন। তিনি জানিয়েছেন , যে বা যারা এই ঘটনা ঘটাক তাদের যেন ছাড়া না হয়। এই ঘটনায় অবাক শিলিগুড়ি দুজন মেয়র পারিষদ সদস্য ও।