বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পুজোর পরেও কোন লক্ষণ নাই সবজির দাম কমার, শহর শিলিগুড়িতে এখন সবজি কিনতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।
শিলিগুড়ির সবকটি বাজারেই এখন সবজির দাম আকাশ ছোঁয়া, ভালো আলু কিনতে গেলে ৬০ টাকা, এবং পেঁয়াজ কিনতে গেলে ৮০ টাকার নিচে পাবেন না। অন্যান্য সবজির দাম ৭ থেকে ৭০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বিক্রেতারা জানিয়েছেন তাদের কিছুই করার নেই, তারাও বেশি দামেই সবজি কিনছেন। তবে যাই হোক সবজি কিনতে গিয়ে নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। গত এক মাসের উপরে পুজোর মরসুমে সবজির দাম ছিল মানুষের হাতের বাইরে, সেটা মানুষ মেনে নিয়েছিলেন, কিন্তু পুজো চলে যাওয়ার পরেও সবজির দাম না কমায় চিন্তায় পড়ে গেছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিরামিষ ভোজীরা পড়েছেন সমস্যায়, সবজি ছাড়া তো তাদের উপায় নেই, খাবেন কি? সমস্যায় পড়ে গেছে নিরামিষ হোটেলগুলিও। বেশি দামে সবজি কেনায় তাদেরও সমস্যা পড়তে হচ্ছে, ক্রেতারা আসলে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বেশি দাম। ফলে ক্রেতারা একদিন খেয়ে আর হোটেল মুখই হচ্ছেন না। সব মিলিয়ে সবজির দাম বেড়ে যাওয়ায়, চিন্তায় শিলিগুড়ির আপামর মানুষ। শীতের সবজির দাম আকাশ ছোঁয়া, কিনতে গিয়ে হাত মাথায় উঠেছে সাধারণ মানুষের। শীতের সবজি অনেকের কাছেই প্রিয়, সেই সবজি কিনতে গিয়ে নাকাল হয়ে পড়ছেন মানুষ। বিক্রেতারা জানিয়েছেন, ডিসেম্বরে শুরুতে হয়তো কমতে পারে সবজির দাম। তবে সত্যিই কি কমবে? অপেক্ষায় মানুষ।