বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসছেন। মুখ্যমন্ত্রী বাগডোগরা এয়ারপোর্ট থেকে চলে যাবেন পাহাড়ে।
সেখানে গোর্খা অ্যাডমিনিস্ট্রেটিভ মোর্চার সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। আগামী ১৩ তারিখ ছটি জায়গার উপ নির্বাচন।
তার মধ্যে একটা মাদারি হাট আছে। মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বিশেষ করে গত লোকসভা নির্বাচনে একেবারেই ভালো হয়নি পাহাড়ের ফলাফল। সেই উদ্দেশ্য নিয়েও মুখ্যমন্ত্রী পাহাড় সফর। পাহাড়ের দায়িত্ব কার হাতে দেওয়া যায় সেটা নিয়েও চিন্তিত মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের ফলাফল এত কিছু করবার পরও কেন খারাপ হচ্ছে, সেটা নিয়েও বৈঠক পর্বের মুখ্যমন্ত্রী। বিশেষ করে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি লোকসভা নির্বাচনের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে। এটা নিযেও মুখ্যমন্ত্রী
একেবারেই সন্তুষ্ট হতে পারছেন না। পরিবর্তন চান তিনি। তবে সেটা ধীর স্থির ভাবে। পাহাড়, জলপাইগুড়ি এবং মাদারিহাট এ মুখ্যমন্ত্রী কথা বলবেন সেখানকার স্থানীয় নেতৃত্বের সাথে। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে যথেষ্ট ব্যস্ত উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্ব। একমাত্র উদয়ন গুহ ছাড়া কেউ সেভাবে নজর করতে পারেননি, মুখ্যমন্ত্রী সবচাইতে বেশি চিন্তিত, পাহাড়কে নিয়ে। সেখানে আগামী দিনের দায়িত্ব কে পাবেন, মুখ্যমন্ত্রী পাহাড় সফরের পরে তা ঠিক হয়ে যাবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরিবর্তন চাইছেন। তাই উত্তরবঙ্গের তৃণমূলের নেতৃত্ব , চিন্তিত আছেন এবং থাকবেন সেটা হোলক করে বলতে পারা যায়। সবাই সবকিছু ঠিক হবে মুখ্যমন্ত্রী আসার পরে।