বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ ছট পুজো, শিলিগুড়ি লালমোহন মৌলিক ঘাটে অন্যান্য জায়গার মতন ছট পুজো করলেন ছট ব্রতীরা। শিলিগুড়ি বিভিন্ন জায়গা থেকে ভক্তরা শেষ রাতেই চলে এসেছিলেন ঘাটে।
সেখানে হচ্ছিল ভক্তিগীতি। কাতারে কাতারে লোক এসে ভিড় করেছেন, দেখেছেন এবং পুজো দিয়েছেন। বর্তমানে বিহারীদের সাথে সাথে বাঙালি এবং করেন। ছট মায়ের কাছে আশীর্বাদ চান। প্রত্যেকেরই মনের একটা ধারণা ছটমায়ের পূজো করে নিষ্ঠা ভরে তার কাছে আশীর্বাদ চাইলে ছট মা তার মনের সমস্ত ইচ্ছে পূরণ করেন। নভেম্বর মাসের শুরুতে ঠান্ডা আবহাওয়া যখন একটু একটু করে পড়তে শুরু করেছে তখন এই ছট পুজো একটা আলাদা বৈচিত্র্য নিয়ে আছে। শিলিগুড়িতে গতকাল বিকেল থেকেই ছট পুজোর উন্মাদনা তুঙ্গে উঠেছিল। এবং আজ সকাল থেকেই সকাল বললে ভুল হবে ভোর রাত থেকেই কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেন মহানন্দা নদীর ঘাটে। পুজো দেখতে এবং ভগবানের আশীর্বাদ নিতে। শিলিগুড়িতে ছট পুজো প্রচন্ড জনপ্রিয়, শুধু শিলিগুড়ির মানুষই নন বাইরে থেকে মানুষ এসেও ছট পুজো দেখেন। এক কথায় বলতে পারা যায় অন্যান্য পুজোর মতো ছট পুজোও শিলিগুড়ির মানুষ এবং বাঙ্গালীদের মনে একটা আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে।