বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ শিলিগুড়িতে ছট পুজো পালন করছেন ছট ব্রতিরা। নানাভাবে শিলিগুড়ি শহরে পালন করা হচ্ছে ছট পুজো। মহানন্দার তীরকে সাজিয়ে তোলা হচ্ছে। সন্ধ্যায় মহানন্দা নদীর তীরে আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হয়েছে গোটা এলাকাতে।

 

ছোট বড় মাঝারি সকলেই এখন ছট পুজো করছেন। এই পুজো দেখতে উপস্থিত হয়েছেন , বাঙালিরাও। ছট পুজো উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কোথাও কোন যাকে অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে কঠোর
দৃষ্টি রাখছে প্রশাসন। সরকারি ছুটির কারণে মানুষ এসে মহানন্দা তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে , ছট পুজো দেখছেন। এইবার ছট পুজো একটু আগে পড়ায় এখনো ঠান্ডা না পড়ায় , মানুষকে বেশি দেখা যাচ্ছে বাজারে। ছট পুজোর বিখ্যাত ” ঠেকুয়া ” জনপ্রিয় সব জাতির মধ্যেই। ঠেকুয়া খেতে উৎসাহী সব মানুষই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *