বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকের এই বিশেষ দিনে চন্দননগর এবং ভদ্রেশ্বর মিলিয়ে মোট দশটি পূজার ভার্চুয়াল উদ্বোধন সম্পন্ন করেন তিনি।ভার্চুয়াল উদ্বোধনের চাঁদের হাট ছিলো মানকুন্ডু স্টেশন রোডের নিয়োগী বাগান কমিটিতে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, কলকাতা পুলিশের ডিজিপি রাজিব কুমার, হুগলি জেলার জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, চন্দননগর পৌরসভার মেয়র রাম চক্রবর্তী এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ মুখ্যমন্ত্রীর এই শুভ উদ্বোধনের মাধ্যমে চন্দননগর এবং ভদ্রেশ্বরের দশটি জগদ্ধাত্রী পূজা কমিটির ২০২৪ সালের পূজা উৎসবের পথচলা শুরু হলো। চন্দননগরের জগদ্ধাত্রী পূজা শুধু স্থানীয় মানুষের কাছে নয়, সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের কাছেই এক অনন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু।