বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ডিজি জানিয়েছেন, চন্দননগর পুলিশ কমিশনারেট নিরাপত্তার জন্য সুদৃঢ় ব্যবস্থা নিয়েছে। নির্ভয়ে পূজার আনন্দ উপভোগ করুন। ব্যস্ত সূচির কারণে ডিজি কলকাতার উদ্দেশে রওনা হন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, জেলাশাসক মুক্তা আর্যা, এডিএম তরুণ ভট্টাচার্য, অদিতি চৌধুরী, পুরসভার মেয়র রাম চক্রবর্তী। তাঁরা গাইড ম্যাপের উদ্বোধন করেন এবং অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে পূজার সূচনা করেন। সিপি জানিয়েছেন, নিরাপত্তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক টিম নিয়োজিত রয়েছে এবং ইভটিজারদের প্রতিহত করতে ভিড়ে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।