বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামীকাল মহানন্দা নদীর তীরে, হতে চলেছে ছট পুজো। তাই আজ জোর কদমে তৈরি হচ্ছে ছট ঘাট। শিলিগুড়ি সব জায়গায় আজ থেকে শুরু হচ্ছে ছট পুজোর আয়োজন।
কিন্তু মহানন্দা নদীর তীরের ব্যাপারটাই যে আলাদা, ছট ঘাট হতে হবে। তাই পুরোপুরি ছটঘাট তৈরি করতে , নেমে পড়েছে কর্মীরা। কাল সকাল থেকেই পুজোর আয়োজন নিয়ে চলে আসবেন সকলে, তাই তার আগে ছট ঘাট তৈরি হয়ে যাওয়া একান্তই প্রয়োজন। শিলিগুড়িতে ছট পুজোর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরঞ্চ এবার আরো আগের থেকেই, ছট ব্রতীরা তৈরি হয়ে গেছেন। তাই এবার আরো পুজো ভালোভাবে হবে বলে আশা করছেন, ছট ব্রতীরা। তারা জানিয়েছেন এই পুজোই হয় নিষ্ঠার সাথে, আর এবার আরো ভালোভাবে ছট পূজা হবে বলে আশা করছি আমরা।