বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই বছরের মত, পুজো শেষের পথে বাকি আছে ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো, তবে দাম কমেনি সবজির। কিনতে গিয়ে নাজেহাল হচ্ছেন ক্রেতারা, প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী, শীত আসার আগেই বেড়ে গেছে সবজির দাম। হঠাৎ করে কিছুটা কমে গেলেও, আবার বেড়েছে সবজির দাম।
ফুলকপি, বাঁধাকপি এবং মটরশুঁটির দাম কেজি প্রতি অনেকটাই বেড়েছে শিলিগুড়িতে। শিলিগুড়ির বেশ কয়েকটি বাজারে সবজি বাজার করতে গিয়ে দেখা গেল, প্রচুর ক্রেতা সবজি কিনতে গিয়ে দরদাম করে সবজি কিনছেন। অনেকেই বলেছেন , এখন তো এত বেশি সবজির দাম হওয়ার কথা নয়। তবে কেন এত বাড়ছে সবজির দাম? অন্যদিকে বিক্রেতারা জানিয়েছেন এই ব্যাপারে তাদের কিছুই করনীয় নেই, তাদেরও বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তাছাড়া বলা হচ্ছে ট্রাক ভাড়া অনেকটাই বেড়ে গেছে, উপায় নাই। আমাদের বেশি দামে বিক্রি না করলে চলবে কি করে? কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে, এখন সবচাইতে বেশি অপেক্ষা করো ছাড়া আর কোন উপায় নেই ক্রেতাদের কাছে। কমতে পারে দাম তবে সময় লাগবে, জানিয়েছেন বিক্রেতারা।