বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভাইফোঁটার বাজারে প্রতিবছরই রাজত্ব করে বাঙালির দুই প্রিয় মাছ ইলিশ এবং চিংড়ি। কিন্তু এবার এইদুই মাছের দাম একেবারে হতাশ করে দিয়েছে, ক্রেতাদের। ১২০০ থেকে ১৮০০ টাকা কেজি ইলিশ মাছ , এবং বড় মাছ এক হাজার টাকা চিংড়ি।

 

মাছ কিনতে মূলত বাজারে মানুষ ভিড় করেন এই দুই মাছের জন্যই। বাজারে এসে আজকে এই দুই মাস কিনতে না পারার কারণে, একেবারে হতাশ মানুষ। অনেকে জানিয়েছেন এবারে অনেক আগ্রহ করে বাজারে এসেছিলাম , ইলিশ এবং চিংড়ি কিনতে কিন্তু এবারে হতাশ, মাছের দাম দেখে। একেই এক মাসের সব পূজা পড়ে যাওয়ায় আমরা হতাশ টাকা-পয়সা পকেটে প্রায় নেই বললেই চলে। তবুও ভাইফোঁটা দিন বলে কথা, চুপ করে কি বসে থাকা যায়? শিলিগুড়ির সব বাজারে মাছের দাম চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষকে। তবুও কি করবে? মাছ তো কিনতেই হবে। তবে এবারে মাছের দাম প্রচন্ড বেশি স্বীকার করছেন বিক্রেতারাও, তারা জানিয়েছে কি করব আমরা সবই বুঝি কিন্তু কিছু করার নেই আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *