বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শ্যামা মায়ের আরাধনাতে এবার তাদের ৭৭ তম বর্ষ। আর এই ৭৭ তম বর্ষে দর্শকদের নতুনভাবে চমকে দিতে চলেছে শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাব। এবার তারা প্যান্ডেল তৈরি করতে চলেছে জামদানি শাড়ি দিয়ে।
প্রতিবছর পূজো প্যান্ডেল তৈরি করতে নিত্যনতুন চমক আনে শিলিগুড়ির, এবারেও তার ব্যাতিক্রম নয়, তাই এবার তারা জামদানি শাড়ি দিয়ে প্যান্ডেল তৈরি করতে চলেছে। তাদের কর্মকর্তাদের ভাষায় প্রতিবছর আমাদের পুজোতে, নতুন নতুন আকর্ষণ তৈরি হয়। এবারো তার ব্যতিক্রম হবে না। মানুষ পুজো দেখে, এবং পুজো দেখতে এসে আনন্দ পাবেন, আর ঠিক এটাই আমরা চাই। আমাদের পুজোর শিলিগুড়ি অন্যতম সেরা পুজোর একটা, তাই আমরা প্রতিবছরই চেষ্টা করি মানুষকে ভালো পুজো দেখাতে। আর মায়ের আশীর্বাদে আমরা সেটা পারি।