বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: সাথে সাথে পড়াটাও জরুরি তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমি খেলছি না। কারন পড়াশোনাটাও জরুরী, আমাকে এগিয়ে যেতে হবে।
আমার বাবা-মা চান আমি পড়াশোনা করি। তাই পড়াশোনা করবার জন্য সময় দরকার, আমি খেলার সময় অনেক পাব, কিন্তু আপাতত আমি উচ্চমাধ্যমিক দিতে চাই, জানালেন রিচা। রিচার কথায় আমার দায়িত্ব সবদিকেই আছে, শিক্ষিত হওয়া প্রয়োজন। উচ্চ মাধ্যমিক দিয়ে আমি সেই পথে একটু এগোতে চাই। তারপরে খেলায় মনোযোগ দেওয়া যাবে, আমি খেলার সময় প্রচুর পাবো, কিন্তু পড়া সময় পাবো না। রিচা জানালেন উচ্চ মাধ্যমিক মন দিয়ে দিয়ে আমি আবার খেলায় ফিরব। কারণ বাবা মার কথা শোনা আমার অত্যন্ত জরুরী। আপনার আমাকে শুভেচ্ছা দিন , যাতে আমি ভালো ফলাফল করতে পারি, উচ্চ মাধ্যমিকে। জানালেন রিচা।