বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক::  পূর্ব সিকিমে ব্যাপক তুষারপাত, গতকাল রাত থেকে আবার নতুন করে তুষারপাত শুরু হয়েছে পূর্ব সিকিমে, সিকিমের ছাঙ্গু, লাচুং এবং সিলিংয়ে গতকাল রাতে তুষারপাত পড়েছে।

 

প্রতিবারই সাধারণত পূর্ব সিকিমে তুষারপাত বেশি হয়, যার ব্যতিক্রম হলো না এবারও। সব থেকে অসুবিধায় পড়েছেন ছুটি কাটিয়ে ফিরে যাওয়া পর্যটকেরা, তাদের অনেকেরই ট্রেনে অথবা ফ্লাইটের টিকিট থাকায় প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছেন তারা, নির্দিষ্ট সময় ফিরে যাওয়ার কথা থাকলেও গতকাল রাতে অনেকেই হোটেল ছেড়ে বেরোতে পারেননি, খবর পাওয়া গেছে আজ সকালে সেনাবাহিনীর গাড়ি করে বহু পর্যটককে শিলিগুড়ি অভিমুখে রওনা করিয়ে দেওয়া হয়েছে যাতে তারা ওখান থেকে কলকাতা গামী ট্রেন ধরতে পারেন, অনেকেই বাগডোগরা এয়ারপোর্ট এর দিকে রওনা করিয়ে দেওয়া হয়েছে। তবে গাড়ি কম থাকায় এখনো আটকে পড়ে আছেন বহু পর্যটক হোটেলে, যাদের টিকিট দেখে দেখে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে সিকিমে সরকার এবং সাধারণ মানুষ। এছাড়াও সেনাবাহিনীর উদ্ধারকারী দল। যাদের টিকিট নির্দিষ্ট তারিখে আছে তারা যাতে সেই তারিখেই ফিরে যেতে পারেন, সেটাও দেখছেন সেনাবাহিনী জওয়ানেরা। তুষারপাত হওয়াতে সিকিমের তাপমাত্রা প্রায় সাত থেকে নয় ডিগ্রি কমে গেছে। আগামী দু-তিন দিন সিকিমে একই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *