বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আবার কিছুটা নামলো তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় শীত পালিয়েছিল। কিন্তু এবার আবার উত্তুরে বাতাস কিছুটা ঢোকা শুরু করেছে। ফলে আবার শীতের শেষ অংশ একটু নাড়া দিয়ে যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। সেক্ষেত্রে সরস্বতী পুজোয় শীতের আমেজ বজায় থাকতে চলেছে বলেই মনে করছেন আবহবিদরা।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরের দিন তিনেকে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালের দিকে কুয়াশা থাকবে এবং পরের দিকে আকাশ অংশত মেঘলা থাকবে। তাপমাত্রা ২০-২৮ ডিগ্রির মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গে সকালের দিকে ভালো কুয়াশা থাকলেও আজকে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরের দিন তিনেকে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।