বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জলপাইগুড়িতে সক্ষম সংস্থার তরফ থেকে বয়স্কদের নিয়ে পুজো পরিক্রমা করা হলো। সক্ষম এর সভাপতি বিশ্বজিৎ দাস জানালেন আমরা প্রতিবছরে এই কাজটা করে আসি। এবারও তার ব্যতিক্রম হলো না।

 

বয়স্কদের নিয়ে ঘোড়া আমাদের একটা ইচ্ছা থাকে, এ কয়দিনে আমাদের দায়িত্ব থাকে তাদের খাওয়া দাওয়া এবং ঘোরাবার। তাই এবার আর আমরা বাদ দিলাম না। সবাইকে নিয়ে ঘুরে আসলাম। আমরাও মূলত দিনের বেলায় ঘোড়াই। রাতে ঘুরাই না। ভিড়ের মধ্যে দিয়ে যেতে অসুবিধা হয়। এই কারণে আমরা দিনের বেলাতেই পছন্দ করি। আমাদের এখানে সব ধরনের খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে। নিরামিষ আমি সবই। আমাদের সাতজন সদস্য আছেন, যারা মূলত এই ঘর আবার দায়িত্বে থাকেন। পূজোমানেরটা আলাদা আনন্দ , আর আমাদের কাছে তো এই ব্যাপারটা সম্পূর্ণভাবে আলাদা। আগের থেকে আমরা এইসব অনুষ্ঠান ঠিক করব ভেবে রাখি, তাই কোন সমস্যার মধ্যে পড়তে হয় না। মা দুর্গার আশীর্বাদে সামনের বছরও আমরা এই আয়োজন করবো বলে জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *