বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর নয় এবার একসাথে লড়াই করতে হবে, তাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেল। বিষয়টা কি? বিষয়টা সেই আরজিকর নিয়ে, যারা আন্দোলন করছেন, এবং যারা আন্দোলনকে সমর্থন করছেন তারা সবাই এখন এক হয়ে গেছে।
এর আগে উত্তরবঙ্গ ডাক্তারেরা পশ্চিমবঙ্গের ডাক্তারদের সাথে মিলেমিশে কাজ করতে পারছিলেন না। বিভিন্ন জায়গা মতবিরোধ তৈরি হয়ে গেছিল, কিন্তু আজকে আমরণ অনশনকে নিয়ে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেল। আরজিকর নিয়ে এখন গোটা বাংলা এক হয়ে গেল, আগে বিভেদ ছিল এখন আর বিভেদ নেই। এক সিনিয়র আর ডাক্তার জানিয়েছেন যতদিন না পর্যন্ত , নিয়ম মেনে চলা হবে ততদিন পর্যন্ত আমাদের এই আমরণ অনশন চলবে। সরকার মাথা নোয়াবে না, আমরাও মাথা নোয়াবনা। আমরা দক্ষিণবঙ্গে ডাক্তারদের সাথে, এবং দক্ষিণবঙ্গে ডাক্তারেরা যেভাবে উত্তরবঙ্গের ডাক্তারদের সাথে চলেছেন, এটা প্রশংসনীয়। তাই আমার অনশনকে ঘিরে এখন আর, প্রভেদ এবং বিভেদ নেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ডাক্তারদের মধ্য। তাদের একটাই দাবি যে দোষী তাকে শাস্তি দাও যতটা সম্ভব তাড়াতাড়ি।