বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুজোতেও আরজি করের ছায়া এবার। জলপাইগুড়িতে একটি পূজা মণ্ডপে এবারে আরজিকর নিয়ে প্রতিবাদ মকরলেন মহিলারা। মুখে কালো কাপড় বেঁধে যার উপরে লেখা ছিল আরজিকর নিয়ে, মহিলারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেন।

 

জানা গেছে উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিবাদ তো এভাবেই হবে, কারণ যে ঘটনা আর কি করে ঘটে গেছে সেটা মোটেই মেনে নেওয়া যায় না। কারণ আরজিকরের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে, আমাদের বর্তমানে সামাজিক পরিস্থিতি নিয়ে। এই ঘটনা আমাদের সমাজের কঙ্কালসার অবস্থাকে চোখ খুলে জানিয়ে দিয়েছে। পুজো অবশ্যই করবো মা আসছেন মাকে আরাধনা করবো না তো কাকে করবো, আমাদের সারা বছর ধরে এই দুর্গা পূজার প্রস্তুতি চলে। পুজো এসেছে পুজো তো চলবেই হবেই, তার মাঝে আমাদের এই প্রতিবাদ চলবে। নারী শক্তি আরো জেগে উঠবে আমাদের এই প্রতিবাদের মধ্য দিয়ে। জলপাইগুড়িতে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে চারিদিকে আলোড়ন পড়ে যায়। প্রত্যেকেই জানিয়েছেন প্রতিবাদটা চলা দরকার। তবে মানুষ বুঝতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *