বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে ধর্মতলার মেট্রো চ্যানেলের অনশনমঞ্চে চলছে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন।
যাঁরা সাধারণ মানুষের জীবন বাঁচান, দাবি আদায়ে তাঁরাই বাজি রেখেছেন জীবন। এরই মধ্যে, অনশনের তৃতীয় দিনের মাথায় ডাক্তার-পুলিশ বচসায় উত্তপ্ত হয়ে উঠল বউবাজার এলাকা। অনশন মঞ্চের জন্য আনা চৌকি বাজেয়াপ্ত করে নেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে বৌবাজার থানার পুলিশের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা তীব্র বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বৌবাজার থানার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।