বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যত দিন যাচ্ছে, ততই কোলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের প্যাজো রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। বারাসাত, কল্যাণী, বারাকপুর এমন সমস্ত পুজো করছে যা কলকাতার বড়ো পুজো থেকে কোনো অংশে কম নয়।

 

এবার অষ্টধাতু দিয়ে মায়ের প্রতিমা তৈরি হতে চলেছে ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবে, শিল্পী হাবড়ার ইন্দ্রজিৎ। হাবড়ার ইন্দ্রজিৎ পোদ্দার একজন নামী শিল্পী। কখনও মুক্তো, কখনও হীরে, কখনও আবার সোনার প্রতিমা গড়েছেন তিনি। এবার অষ্টধাতু দিয়ে প্রতিমা গড়ছেন ইন্দ্রজিৎবাবু। প্রায় দু মাসের বেশি সময় ধরে চলছে প্রতিমা তৈরীর কাজ। শিল্পীর অসাধারণ দক্ষতায় অপূর্ব হয়ে উঠেছে সেই মাতৃ প্রতিমা।

এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম শিল্পী ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে। তিনি জানালেন, “প্রতিমা গড়তে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছিল লোহা। কমবেশি সমস্ত ধাতু মিলিয়ে মোট প্রতিমার ওজন দেড়শ কুইন্টাল। মায়ের মুখ আর হাত তৈরি করা হয়েছে কপার দিয়ে, মায়ের শরীর তৈরি করা হয়েছে সাইকেল এবং বাইকের ফেলে দেওয়া পার্টস দিয়ে। লক্ষ্মী তৈরি করা হয়েছে পিতল দিয়ে, সরস্বতী তৈরি করা হয়েছে দস্তার, কার্তিককে তৈরি করা হয়েছে ব্রোঞ্জ দিয়ে, গণেশ রুপো দিয়ে তৈরি করা হয়েছে।’’এছাড়াও খুবই অল্প পরিমানে সোনা ও দেবীর আলঙ্কারের জন্য রুপো ব্যবহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *