বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মুহূর্তে সমস্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই। যদি ইসরাইল ইরানের তেল উৎপাদন কেন্দ্রে হামলা করে, তাহলে তা বিশ্বের কাছে খুবই অশনিসংকেত হয়ে উঠবে।
মিসাইল হানার পাল্টা হুঁশিয়ারি ইজরায়েলের৷ ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা চালাতে পারে ইজরায়েল। এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে উদ্বেগ দানা বাঁধছে গোটা বিশ্বে। এই নিয়ে এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইদের বিষয়টা খুব পরিষ্কার না করলেও, এ কথা বলেছেন যে সেই সম্ভাবনা কম।
সাংবাদিকরা বাইডেনের জানতে চান,ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলিতে ইজরায়েল হামলা করলে আমেরিকা কী তা সমর্থন করবে? মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমি মনে করি না এখনই এমন কোনো সম্ভাবনা আছে। ” কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি তাতে স্বস্তিতে নেই কেউই। ইরানের হামলার পাল্টা ইজরায়েল কিছু একটা ঘটাবেই বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। বাইডেন বলছেন, “প্রথমত আমরা ইজরায়েলকে ‘অনুমতি’ দিই না, পরামর্শ দিই। দ্বিতীয়ত, আজ এরকম কিছু ঘটবে না।’’ কিন্তু ভবিষ্যতে ঘটবে কিনা তেমন কোনো কথা বাইডেন বলেন নি।