বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুজোর আগে শৈলশহরে নতুন অতিথির আগমন।
দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হল ৪টি রেড পান্ডা ও ২টি স্নো লেপার্ডের। আজ সকালে দার্জিলিং চিড়িয়াখানা থেকে এই খবরটি পাওয়া গেছে।

 

বর্তমানে মা এবং বাচ্চার সকলে সুস্থ আছে। তবে আপাতত সাত দিন তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে, আপাতত বিশ্রামে থাকবেন তারা। ডাক্তার মাঝে দুদিন চেকআপ করে যাবেন, তারপরেই তাদের সামনে আনা হবে বলে জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পুজোর আগে এই ধরনের খবরে স্বাভাবিকভাবে খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন তারাও চাইছিলেন পুজোর আগে পর্যটকদের যেভাবেই হোক দৃষ্টি আকর্ষণ করতে আর সেটা সফল হওয়ায় খুশি আছেন তারা। তবে খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে রেড পান্ডার খাওয়া নিয়ে, আজ ডাক্তার দেখে যাওয়ার পরে সে কিছুটা হলেও খেতে শুরু করেছে। আপাতত তাদের পর্যবেক্ষণে রেখে যত্ন রাখা হচ্ছে, যখনই মনে করা হবে যে তাদের বাইরে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় চলে এসেছে, তখনই তাদের বাইরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পক্ষ। রেড বান্দার জন্য বিদেশি পর্যটকরা ভিড় করে থাকেন। এই খবর পাওয়ার পরে স্বাভাবিক ভাবেই যারা খুব খুশি হবেন বলে জানিয়েছেন, চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *