বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও এদিন থেকেই রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পরিস্থিতি খারাপ হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। যে কারণে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে সবকটি জেলারই কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। যে কারণে প্রতিটি জেলার জন্যই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার অবশ্য আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবারেও কোনও কোনও জেলায় এই পরিস্থিতি বজায় থাকতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
শনিবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিয়ে। শুক্রবার যা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।