বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভয়ানক ভূমিধসে বিপর্যস্ত সিকিম। আজ সকাল থেকে সিপি মে প্রবল বৃষ্টি আরম্ভ হয়। সিকিমের বেশ কিছু জায়গায় জুড়ে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছিল।
উত্তর সিকিমেও বৃষ্টি রয়ে যায় কতগুলো দিন আগের থেকে। উত্তর সিকিমে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরে। বসে প্রায় অনেক বাড়ি ধ্বংস হয়ে গেছে। রাস্তাঘাট এবং অনেক অফিসও নষ্ট হয়ে গেছে। ভয়ংকর ভূমি দখের ফলে পাহাড়ে আটকে গেছে। ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। পৃথিবীর রং পটেও পরিস্থিতি প্রচন্ড খারাপ হয়ে গেছে। বেশ কয়েকটি ব্রিজ ঘুরে পড়েছে বলে শোনা গেছে। ব্রিজের কারণে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। কুল কলেজ অফিস গত সাত দিন ধরে বন্ধ হয়ে আছে সিকিম, সেনাবাহিনীর এবং মানুষ উদ্ধার কার্য করছে অনেক কষ্ট করে তারা যদি না করতেন, আরো আরো অবস্থা হতো সিকিমে। বিকাল তিনটার পর আর কোন কাজ করা যাচ্ছে না সেজন্য বলে খবর সেনাবাহিনীর পক্ষ থেকে, মোকাবিলা বাহিনী এসেও কিছু করতে পারে নি। আজ সকাল থেকে মেঘলা আবহাওয়া বৃষ্টি এবং ভয়ংকর ভুমি দাসের ফলে তোলপাড় হয়ে উঠে থেকে। বন্ধ হয়ে যায় অনেক কিছু। তবে জানা গেছে আপাতত হেলিকপ্টার থেকে সেনাবাহিনীর খাবার সরবরাহ করছে। সিকিমের পরিচালিত রেখে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। কথাটা সম্ভব চেষ্টা করা হবে সিকিমের এই বিপদজন মোকাবিলা করবার জানিয়েছে তারা।